You are currently viewing Linux Commands are Commonly Use – 4

Linux Commands are Commonly Use – 4

➡31. ‘dd’ কমান্ড দিয়ে লিনাক্স সিস্টেমে কোনো ফাইল কে কপি বা কনভার্ট করতে পারেন। যেমন আপনি যদি কোনো HDD কে ক্লোন বা কপি করতে চান তাহলে নিচের কমান্ড টি দিতে পারেন।

[root@desktop ~]# dd if=/dev/sda of=/dev/sdb

নোট: এখানে ‘sda’ হার্ডডিস্ক থেকে কপি করে এবং ‘sdb’ হার্ডডিস্কে রাখা হচ্ছে।

➡32. ‘diff’ কমান্ড দিয়ে আপনি দুইটা ফাইলের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারেনঃ

[root@desktop ~]# diff /etc/passwd /etc/shadow

➡33. ‘df’ কমান্ড দিয়ে আপনি লিনাক্স সিস্টেমে হার্ড ডিস্কের পার্টিশন, ফাইল সিস্টেম, টোটাল সাইজ, ফ্রি স্পেস, মাউন্ট পয়েন্ট এই বিষয় গুলো জানতে পারবেন।

[root@desktop ~]# df –HT

/dev/sda2     xfs   10G   5.2G   4.9G   52% /
/dev/sda1     xfs   496M  126M   371M   26% /boot

➡34. ‘dig’ কমান্ড দিয়ে আপনি লিনাক্স সিস্টেমে DNS lookup করতে পারবেন।

[root@desktop ~]# dig www.csltraining.com

;; ANSWER SECTION:
www.csltraining.com.      14399    IN   CNAME   cslcbt.com.
csltraining.com.          14399    IN     A     64.71.74.120

➡35. ‘dir’ কমান্ড দিয়ে আপনি আপনার বর্তমান ডিরেক্টরির তথ্য পাবেন।

[root@desktop ~]# dir

anaconda-ks.cfg   file1  newdir  passwd   test

➡36. ‘dmesg’ কমান্ডের মাধ্যমে আপনি যে সকল ডিভাইসের ড্রাইভার কার্নেল কর্তৃক লোড হয় সেই ইনফরমেশন পাওয়া যাবে।

[root@desktop ~]# dmesg

➡37. ‘dnsdomain’ কমান্ডের মাধ্যমে আপনি আপনার সিস্টেমের ডোমেইন নাম (domain name) জানতে পারবেন।

[root@desktop ~]# dnsdomainname

csltraining.com

➡38. ‘du’ (disk usages) কমান্ডের মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো ফাইল, ডিরেক্টরির বা ডিরেক্টরির ভিতরে সমস্ত ফাইলের সাইজ জানতে পারবেন।

[root@desktop ~]# du -sh /etc

28M      /etc

[root@desktop ~]# du -ch /etc

16K      /etc/fonts/conf.d
24K     /etc/fonts
4.0K    /etc/X11/fontpath.d
0         /etc/X11/applnk
…………..

➡39. ‘dnf’ কমান্ড ব্যবহার করে RHEL/CentOS/Fedora ডিস্ট্রিবিউশনে প্যাকেজ ইন্সটল করা যাবেঃ

[root@desktop ~]# dnf -y install wireshark

➡40. ‘dmidecode’ কমান্ডের মাধ্যমে মেমরি (RAM) সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবেঃ

[root@desktop ~]# dmidecode

[root@desktop ~]# dmidecode –type memory | grep “MB”

[root@desktop ~]# dmidecode –type memory | grep “GB”

[root@desktop ~]# dmidecode –type memory | grep “Size”

Maximum Memory Module Size: 32768 MB

Maximum Total Memory Size: 491520 MB

Installed Size: 8192 MB (Single-bank Connection)

Enabled Size: 8192 MB (Single-bank Connection)

Leave a Reply