Instructor হিসেবে কাজ করতে চান ?
CSL Training সবসময় আইটি ইন্ডাস্ট্রিরির লিডার দের ইনস্ট্রাক্টর হিসেবে অগ্রাধিকার দিয়ে থাকে। আপনি যদি আইটি ইন্ডাস্ট্রি তে কাজ করে থাকেন আপনার যদি জব ০৩ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারেন। CSL Training বর্তমানে দেশে এবং দেশের বাইরের যে কোন অভিজ্ঞ ব্যাক্তিকে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে। আপনি চাইলে অফলাইনে বা অনলাইনে ট্রেনিং করাতে পারেন।
ইনস্ট্রাক্টর হিসেবে আপনার যেসকল যোগ্যতা থাকতে হবেঃ
- সংশ্লিষ্ট বিষয়ের উপরের তিন (০৩) বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সংশ্লিষ্ট বিষয়ের উপরে ভেন্ডর সার্টিফিকেট থাকতে হবে।
- প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিল সুন্দর হতে হবে।
- যথা সময় ক্লাসে উপস্তিত থাকতে হবে।
- ক্লাসের পরে যতটুকু সম্ভব স্টুডেন্ট দের সাপোর্ট দিতে হবে।
- প্রতি ক্লাসের জন্য আলাদা আলদা করে ট্রেনিং প্লান এবং ল্যাব ডিজাইন করতে হবে।