Job Placement Training

Training Status: Active

CSL Training নিয়ে এলো PAY AFTER Placement সুবিধা সহ ১০০% জব নিশ্চিত প্রোগ্রাম “System & Network Administration ট্রেনিং। ১০০% জব নিশ্চিত এই ট্রেনিং প্রোগামের আওতায় ০৪ (চার) মাস ট্রেনিং + ০২ (দুই) মাস ল্যাব (Project) করার মাধ্যমে আপনাকে আইসিটি ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী একজন দক্ষ আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তোলা হবে। এই ০৬ (ছয়) মাসে আপনাকে যে সকল বিষয়ের উপরে দক্ষ (Skilled) হিসেবে গড়ে তোলা হবে, সেই বিষয় সমূহ নিচে তুলে ধরা হয়েছেঃ

  • Networking Concepts (OSI Model, TCP/IP, Subnetting, VLSM, IPv4, IPv6)
  • IT Essentials (Hardware & Software)
  • Basic System Administration (Linux + Windows)
  • Networking Fundamental (Cisco + MikroTik + TPLink)
  • FTTx Networking Technologies (OLT & ONU)
  • Virtualization Basic, Introducing Cloud Computing
  • Basic System & Network Security

 

Why System & Network Administration?


ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট আপনাকে শুধু একাডেমিক ভাবে গড়ে তুলবে। কিন্তু, আইসিটি ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুযায়ী দক্ষ (Skilled) করতে পারবে না। System & Network Administration ট্রেনিং প্রোগামটি আপনাকে একজন দক্ষ আইটি প্রফেশনাল হিসেবে গড়ে উঠতে এবং আইসিটি ইন্ড্রাস্ট্রি এর যোগ্য ব্যাক্তি হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। যেখানে থাকবে, বাংলাদেশের বর্তমান আইসিটি ইন্ড্রাস্ট্রি এর সাথে মিল রেখে এবং বিভিন্ন নিয়োগ দাতা প্রতিষ্ঠানের (Hiring Partner) সাথে আলাপ আলোচনার মাধ্যমে উপযুক্ত ট্রেনিং, সার্টিফিকেশন এবং জব প্লেসমেন্টের সুবিধা।

 

Program Benefits


  • Pay Later সুবিধা থাকার ফলে জব পাওয়ার পরে ট্রেনিং ফিস পরিশোধের সুযোগ।
  • ০২ (দুই) মাস শেষ হলেই আপনাকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তূত করা হবে।
  • প্রোগ্রামটি সম্পুর্ন্ন আমাদের নিজস্ব (প্রাইভেট) তত্ত্বাবধানে পরিচালিত হবে।
  • সপ্তাহে ০৪ (চার) দিন ক্লাস অনলাইন এবং অফলাইনের মাধ্যমে পরিচালিত হবে।
  • ট্রেনিং সমূহের সাথে থাকছে ১০০% ল্যাব + মেন্টর সাপোর্ট সুবিধা।
  • প্রথম ০৪ (চার) মাস ট্রেনিং শেষ হওয়ার পরে ০২ (দুই) মাস প্রজেক্ট ভিত্তিক ল্যাব থাকবে।
  • নিয়োগদাতা প্রতিষ্ঠানের ইন্টারভিউয়ের উপরে থাকবে রিভিউ ক্লাস।
  • আপনি কোনো প্রতিষ্ঠানে জব পেলেও ট্রেনিং চালিয়ে যেতে পারবেন।
  • প্রতিটি কোর্স ০২ (দুই) বছর পুনরায় করার (ফ্রি) সুযোগ থাকবে।
  • আপনার সিভি (CV) ফরম্যাট আমাদের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ডিজাইন করা হবে।
  • Bdjobs.com এর সিভি প্রিমিয়াম স্টাইলে ডিজাইন করা হবে।

 

Salary Packages


  • BSc. Engineer – 12,000/- থেকে 20,000/-
  • Diploma Engineer – 10,000/- থেকে 15,000/-

** সেলারি প্যাকেজ নির্ভর করবে, নিয়োগদাতা প্রতিষ্ঠানের বেতন কাঠামো এবং ক্যান্ডিডেটের যোগ্যতার ভিত্তিতে।

 

Terms & Conditions


  • ৮০% ক্লাসে উপস্থিতি থাকতে হবে।
  • সাপ্তাহিক এক্সাম (ল্যাব/লিখিত) পরীক্ষায় ৭৫% মার্ক পেতে হবে।
  • সাপ্তাহিক পরীক্ষায় আপনি ৭৫% মার্ক না পেলে আপনাকে ইন্টারভিউতে পাঠানো হবে না।
  • প্রথম ০২ (দুই) মাসের মধ্যে ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষায় কাঙ্খিত মার্ক অর্জন করতে না পারলে চুক্তি বাতিল করা হবে।
  • আপনি কোনো প্রতিষ্টানে (আমাদের মাধ্যমে) জব পেলে আপনাকে সম্পূর্ণ ফিস প্রদান করতে হবে।
  • আপনি কত তাড়াতাড়ি নিয়োগ পাবেন, সেটা নির্ভর করবে, আপনার পারফরমেন্সের উপর।
  • ট্রেনিং প্যাকেজটি CSL Training এর কুড়িল অথবা লালমাটিয়া  শাখা থেকে করা যাবে।
  • সিট সংখ্যা প্রতি ব্যাচে ১৫ (পনের) জন।

 

Course Duration


System & Network Administration প্রোগ্রামের ০৬ (ছয়) মাস মেয়াদি এবং ১৬৮ ঘন্টার কোর্স এর মধ্যে ০৪ মাস ট্রেনিং এবং ০২ মাস প্রজেক্ট (ল্যাব) থাকবে। এই কোর্স সময়ের মধ্যে সাধারণ ছুটি, সরকারি ছুটি এবং ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত বিশেষ পরিস্থিতির কারণে ছুটি অন্তর্ভুক্ত থাকবে। কোর্সের আওতায় প্রতি সপ্তাহে ০৪ (চারটি) করে ক্লাস থাকবে (অনলাইন/অফ্লাইন) এবং প্রতি ক্লাসের ব্যাপ্তিকাল দুই (০২) থেকে তিন (০৩) ঘন্টা। আপনি যদি কোনো ক্লাস মিস করেন, তাহলে ইনস্টিটিটিউটের প্রদত্ত মেন্টর বা গাইড ট্রেইনার কর্তৃক আপনাকে উক্ত ক্লাস মেকাপ করতে হবে।

 

Course Plan for System & Network Administration


System & Network Administration প্রোগ্রাম মূলত ডিজাইন করা হয়েছে যারা System Administration অথবা Networking –এ ক্যরিয়ার গড়তে চান। এই প্রোগ্রামটি একেবারেই বেসিক থেকে হাতেখড়ি দেয়া হবে। যেখানে একজন শিক্ষার্থী কে পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। আমাদের নিজেস্ব তত্ত্বাবধানে কোর্স গুলো পরিচালনা এবং মনিটরিং করা হবে, ফলে একজন শিক্ষার্থী ২/৩ মাসের মধ্যেই নেটওয়ার্কিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কিত জবের ইন্টারভিউয়ের জন্য প্রস্তূত হতে পারবে ইনশাআল্লাহ্‌। এই প্রোগামের আওতায় ০৩ (তিন) টি কোর্স এবং ০২ (দুই) মাস ল্যাব (প্রজেক্ট) করানো হবে। কোর্সের মেয়াদ ১৬৮ ঘন্টা, যা ছয় (০৬) মাসের মধ্যে শেষ হবে।

  • IT Essentials —- 48 Hrs (Offline)
  • Networking 101 —- 48 Hrs (Online)
  • MikroTik & FTTx —- 24 Hrs (Offline)
  • Project, Lab, Interview —- 48 Hrs (Offline)

 

Program Objectives:


এই System & Network Administration ট্রেনিং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পরে, শিক্ষার্থীরা যে সকল বিষয়ের উপর দক্ষতা অর্জন করবেঃ

  • নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল (OSI Model, TCP/IP, Subnetting, VLSM, IPv4, IPv6)
  • লিনাক্স এবং উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম সার্ভিস এবং সাপোর্ট।
  • কনফিগার, সাপোর্ট, ট্রাবলশ্যুটিং LAN এবং SOHO নেটওয়ার্ক।
  • বিভিন্ন ধরনের রাউটার, সুইচ, সার্ভার Infrastructure (Rack) ডিজাইন।
  • Cisco রাউটার এবং সুইচ অ্যাডমিনিস্ট্রেশন এবং কনফিগারেশন।
  • MikroTik রাউটার অ্যাডমিনিস্ট্রেশন এবং কনফিগারেশন।
  • OLT এবং ONU কনফিগার করা।
  • Linux সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপর প্রাথমিক ধারাণ।
  • Microsoft Windows অ্যাডমিনিস্ট্রেশনের উপর প্রাথমিক ধারণা।
  • বিভিন্ন ধরনের Virtualization টেকনোলজির উপরে প্রাথমিক ধারণা।
  • বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং সিস্টেম এবং VPS কনফিগার।
  • নেটওয়ার্ক, সার্ভার, সিস্টেমের বেসিক ট্রাবলশ্যুটিং করার প্রাথমিক দক্ষতা।

 

Course Start and Ending Date


System & Network Administration প্রোগ্রামটিতে প্রতি দুই মাস অন্তর অন্তর ১২ (বার) জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শুরু করা হবে, সুতরাং আপনি যে ব্যাচে ভর্তি হবেন, সেই ব্যাচের ক্লাস শুরু হতে ছয় (০৬) মাস পর্যন্ত সময় ধরা হবে।

 

Career Opportunities


System & Network Administration এই প্রোগ্রাম টি সফল ভাবে শেষ করতে পারলে আপনি আইসিটি ইন্ডাস্ট্রিতে ক্যরিয়ার শুরু করতে পারবেন। এছাড়াও ভবিষ্যতে আইসিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন উচ্চতর পদে কাজ করার সুযোগ থাকছে। এই ক্যারিয়ারের শুরুতেই আপনাকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। কারণ, আপনার যোগ্যতা এবং পারফরমেন্সের ভিত্তিতে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে নতুন জবের জন্য আবেদন করতে পারবেন বা আপনার বর্তমান প্রতিষ্ঠানে প্রমোশন নির্ভর করবে। ক্যারিয়ারের শুরুতে আপনার নিন্মে উল্লেখিত বিভিন্ন পদে কাজ করার সুযোগ থাকবেঃ

  • Network Engineer
  • Network Administrator
  • Network Support Engineer
  • System Administrator
  • Systems Support Engineer
  • System Engineer
  • IT Executive
  • MIS Officer
  • Second Level Hardware Support
  • Second Level Helpdesk
  • Call Center Executive
  • IT Help Desk support
  • Self Employed
  • Technician
  • Pre Sales Engineer

Future Career Possibilities

  • Manager – Network & Systems
  • Network Security Manager/Professional
  • Service Manager
  • IT Manager
  • Project Manager
  • Manager – MIS

 

Course Fees and Payment Method


কোর্স ফিস Diploma – 20,000/-, B.Sc. – 25,000/- যা চার (০৪) কিস্তিতে পরিশোধ করা যাবে। কোর্স মেটিরিয়ালস, খাতা, বই, ভিডিও টিউটোরিয়াল, ট্রেনিং ম্যানুয়াল, চা/কফি/স্ন্যাক্স সব কিছুই এটার অন্তর্ভুক্ত থাকবে।

  • BDT 25,000/= (VAT & Tax excluded)
    • 1st Installment – 10,000/- (Admission Time)
    • 2nd Installment** – 5,000/- (2nd Month)
    • 3rd Installment**– 5,000/- (3rd Month)
    • 4th Installment** – 5,000/- (4th Month)

 ** Pay Later Facility Applicable

 

How to Enroll


ভর্তির পূর্বে আপনার অভিভাবক সহ আমাদের প্রোগাম ম্যানেজারের সাথে দেখা করতে হবে। আপনি উপরে উল্লেখিত শর্তসমূহ মানা সাপেক্ষে ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য আপনার কোর্স সম্পন্ন (Diploma/B.Sc) সার্টিফিকেট কপি, জাতীয় পরিচয় পত্র কপি, ০৩ (তিন) কপি ছবি নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে। অন্য কোনো বিষয়ে আলোচনা, জিজ্ঞাসা থাকলে আমাদের কে সরাসরি কল করতে পারেন অথবা মেইল করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের (WhatsApp’s) নাম্বারঃ 01613-275280/01613-275275 অথবা মেইল অ্যাড্রেস [email protected]

 

Location


CSL Academy Kuril,

74/2, 3rd Floor, Kuril Bus Stand, Beside of Standard Bank, Kuril, Dhaka-1229.

CSL Training Lalmatia,

2/1 (2nd floor), Beside Sunrise Plaza, Block-A, Lalmatia, Dhaka 1207