Static Routing vs Dynamic Routing

Static Routing Protocol :

  • ছোট এবং সিম্পল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য।
  • Dynamic Routing থেকে অধিকতর সিকিউর।
  • অধিক অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতার দরকার নাই।
  • নেটওয়ার্কের সংখ্যা যত বাড়বে, নেটওয়ার্ক সাইজও তত বড় হবে।
  • নেটওয়ার্কের প্রতিটি রাউটারে আলাদা আলাদা করে কনফিগার করতে হবে। অর্থাৎ Route (Best Path) বাছাই করার জন্য রাউটার নিজে কোনও সিদ্ধান্ত নিবে না। এক্ষেত্রে Network Administrator এর সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
  • Static Routing কনফিগার করতে তেমন হাই কনফিগারেশন ডিভাইস/সফটওয়্যারের দরকার নাই।
  • যে কোনও ভেন্ডর/ব্র্যান্ডের রাউটার দ্বারা কনফিগার করা যায়।

নিচের ডায়াগ্রামের মত ছোট নেটওয়ার্কে Static Routing ব্যবহার করা হয়ঃ

Figure: Use of Static Routing Protocol

Dynamic Routing Protocol:

  • Dynamic Routing প্রটোকল জটিল নেটওয়ার্ক প্লানিং এবং ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য।
  • Static Routing থেকে তুলনামুলক সিকিউরিটি কম।
  • উন্নত হার্ডওয়্যার এবং রিসোর্স সমৃদ্ধ (CPU/RAM/Bandwidth) রাউটার দরকার হয়।
  • অ্যাডভান্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা থাকতে হবে।
  • রাউটার নিজে রাউটিং প্রটোকল (Algorithm) ব্যবহার করে উত্তম পথ (Best Path) নির্ধারণ করে। .
  • সাধারনত নেটওয়ার্কের সাইজের উপর ভিত্তি করে রাউটারের কনফিগারেশন করা হয়।
  • EIGRP, RIP, OSPF, IS -IS ইত্যাদি Dynamic Routing রাউটিং প্রটোকলের উদাহরণ।
  • Cisco, Juniper, Huawei, MikroTik ইত্যাদি ভেন্ডর Dynamic Routing রাউটিং প্রটোকল সাপোর্ট করে এমন রাউটার বানিয়ে থাকে।

নিচের ডায়াগ্রামের মত বড় এবং জটিল নেটওয়ার্কে Dynamic Routing ব্যবহার করা হয়ঃ

Figure: Use of Dynamic Routing Protocol

[sp_comments_block]