You are currently viewing Linux Commands are Commonly Use – 18 (V, W)

Linux Commands are Commonly Use – 18 (V, W)

➡171. ‘vgcreate’ কমান্ড ব্যবহার করে নতুন Volume Grup (VG) তৈরি করা যায়ঃ

[root@desktop ~]# vgcreate /dev/sdb /dev/sdc /dev/sdd

নোটঃ এখানে ‘/dev/sdb, /dev/sdc, /dev/sdd’ আলাদা আলাদা হার্ডডিস্ক।

➡172. ‘vi/vim’ কমান্ড ব্যবহার করে যে কোনো টেক্সট ফাইলকে এডিট করে সেভ করা যায়ঃ

[root@desktop ~]# vi /etc/hostname

[root@desktop ~]# vim /etc/hosts

➡173. ‘vimtutor’ কমান্ড ব্যবহার করে ‘vi/vim’ কমান্ড সম্পর্কিত সকল তথ্য (Help) পাওয়া যায়ঃ

[root@desktop ~]# vimtutor

➡174. ‘vmstat’ কমান্ড ব্যবহার করে ‘Virtual Memory’ সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায়ঃ

[root@desktop ~]# vmstat

[root@desktop ~]# vmstat –s

➡175. ‘visudo’ কমান্ড ব্যবহার করে রেগুলার ইউজার/গ্রুপকে ‘SUDO’ প্রিভেলেজ দেওয়া হয়ঃ

[root@desktop ~]# visudo

নোটঃ ‘visudo’ কমান্ড ব্যবহার করলে একটি ফাইল ওপেন হবে, সেই ফাইলের মধ্যে নির্দিষ্ট ইউজার/গ্রুপকে উল্লেখ করে ‘SUDO’ প্রিভেলেজ দেওয়া হয়। পরবর্তীতে সেই সকল ইউজার ‘root’ ইউজারের মত প্রিভেলেজ নিয়ে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড চালাতে পারবে।

➡176. ‘virsh’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমের ভার্চুয়াল মেশিন (VM) ম্যানেজ করা যাবেঃ

[root@desktop ~]# virsh

[root@desktop ~]# virsh list

➡177. ‘w’ কমান্ড ব্যবহার করে সিস্টেমে কোন কোন ইউজার লগইন আছে এবং কে কি করছে জানা যাবেঃ

[root@desktop ~]# w

07:37:37  up   5:52,   1 user,  load average:  0.02,  0.04, 0.00

USER      TTY   FROM    LOGIN@    IDLE         JCPU   PCPU  WHAT

root      tty2  tty2    16:18     ?            8:43   0.04s /usr/libexec

➡178. ‘who’ কমান্ড ব্যবহার সিস্টেমে লগইন থাকা ইউজারের নাম, টার্মিনাল এবং আইপি (IP) জানা যাবেঃ

[root@desktop ~]# who

root       tty2       2022-06-20    16:18   (tty2)

student     pts/2     2021-10-25    07:42   (172.25.11.125)

➡179. ‘whoami’ আমি বর্তমানে কোন ইউজার নামে লগইন করেছি সেটা জানা যাবেঃ

[root@desktop ~]# whoami

root

➡180. ‘wget’ কমান্ড ব্যবহার লিনাক্স সিস্টেমের কমান্ড মোডে বা টার্মিনালে ডাউনলোড করা যায়ঃ

[root@desktop ~]# wget https://files.cacti.net/cacti/linux/cacti-1.2.18.tar.gz

[root@desktop ~]# ls

Leave a Reply