You are currently viewing Linux Commands are Commonly Use – 13 (R, S)

Linux Commands are Commonly Use – 13 (R, S)

➡121. ‘pkill’ কমান্ড ব্যবহার করে কোনো প্রসেসের নাম ব্যবহার করে টার্মিনেট (Kill) করা যাবেঃ             

[root@desktop ~]# pkill firefox

➡122. ‘poweroff’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেম বন্ধ (Shutdown) করা যাবেঃ

[root@desktop ~]# poweroff

➡123. ‘ps’ কমান্ড ব্যবহার করে বর্তমান টার্মিনালে ব্যবহৃত প্রসেস সম্পর্কে জানা যাবেঃ

[root@desktop ~]# ps

PID  TTY         TIME   CMD

10546  pts/1    00:00:00 bash

12465 pts/1     00:00:00 ps

➡124. ‘pstree’ কমান্ড ব্যবহার করে সিস্টেমের সকল প্রসেস ‘Tree’ আকারে দেখা যাবেঃ

[root@desktop ~]# pstree

systemd─┬─ModemManager───2*[{ModemManager}]
        ├─NetworkManager───2*[{NetworkManager}]
        ├─VGAuthService
        ├─accounts-daemon───2*[{accounts-daemon}]
        ├─alsactl

➡125. ‘pwd’ কমান্ড ব্যবহার করে টার্মিনালে বর্তমান ডিরেক্টরির (Working Directory) পাথ জানা যাবেঃ

[root@desktop ~]# pwd

➡126. ‘pvdisplay’ কমান্ড ব্যবহার করে Physical Volume এর সংখ্যা এবং সেগুলার সাইজ জানা যাবেঃ

[root@desktop ~]# pvdisplay

➡127. ‘printenv’ কমান্ড ব্যবহার করে সিস্টেমে কি কি Environment Variable আছে সেটা জানা যাবেঃ

[root@desktop ~]# printenv

➡128. ‘python3 –version’ কমান্ড ব্যবহার করে ‘Python’ এর ভার্শন জানা যাবেঃ

[root@desktop ~]# python3 –version

Python 3.6.8

➡129. ‘reboot’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেম রিস্টার্ট (Restart) করা যাবেঃ

[root@desktop ~]# reboot

➡130. ‘rm’ কমান্ড ব্যবহার করে ফাইল/ডিরেক্টরি রিমুভ (Remove) করা যাবেঃ

[root@desktop ~]# rm file1

[root@desktop ~]# rm -r dir1

নোটঃ ডিরেক্টরি রিমুভ (Remove) করার জন্য ‘-r’ (Recursively) অপশন ব্যবহার করতে হবে।

Leave a Reply