You are currently viewing Download Fedora/RHEL/CentOS 8

Download Fedora/RHEL/CentOS 8

 এই পোস্টে RHEL/CentOS 8 বা Fedora অপারেটিং সিস্টেম কিভাবে ডাউনলোড করতে হয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে। RHEL বা CentOS 8 এর ইন্সটল পদ্ধতি একই ধরণের, কিন্ত অপারেটিং সিস্টেমে ডাউনলোড করার পদ্ধতি একটু ভিন্ন। Red Hat Enterprise Linux (RHEL) 8 ডাউনলোড করার জন্য Red Hat এর ওয়েব সাইটে যেতে হবে এবং এখনে একাউন্ট তৈরি (Signup) করার পরে অপারেটিং সিস্টেমের ISO ফাইল ডাউনলোড করা যাবে। এই জন্য দরকার হবে কর্পোরেট বা প্রাইভেট ডোমেইনের ইমেইল আইডি। অর্থাৎ Gmail, Hotmail, Yahoo এই ধরণের ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না। নিচের স্ক্রিনসুট অনুযায়ী প্রথমে Red Hat এর ওয়েব সাইট ‘www.redhat.com’ –এ যেতে হবে। এরপরে (2) নাম্বার অপশনের অনুযায়ী উপরের ডান পাশ থেকে ‘Log in’ মেনুতে ক্লিক করলে (3) এবং (4) নাম্বার অপশনের মত ‘Log in’ এবং ‘Register’ মেনু আসবে। যদি ইউজার নেম ‘+’ পাসওয়ার্ড জানা থাকে তাইলে (4) নাম্বার অপশনের ‘Log in’ –এ ক্লিক করে ইউজার নেম + পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করা যাবে। অন্যদিকে নতুন ইউজার হলে (3) নাম্বার অপশনে ‘Register’ –এ ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করার পরে ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে Red Hat এর ওয়েব পোর্টালে লগইন করা যাবে।

Figure: Red Hat Portal Register and Login Method

Figure: RHEL 8 Download Method

Red Hat এর ওয়েব পোর্টালে লগইন করার পরে ‘Customer Portal’ –এ যেতে হবে, এরপরে আগের স্ক্রিনসুটের (1) নাম্বার অপশন অনুযায়ী ‘Products’ –এ ক্লিক করলে Red Hat এর বিভিন্ন প্রডাক্টের লিস্ট আসবে। এখান থেকে Red Hat Enterprise Linux –এ ক্লিক করার পরে নিচের স্ক্রিনসুটের মত ‘Try it free’ অপশন (1) আসবে। যেহেতু Red Hat অপারেটিং সিস্টেম ৩০ দিনের জন্য ফ্রি ব্যবহার করার সুযোগ দেয়, সুতরাং ‘Try it free’ তে ক্লিক করলে Trial ভার্শন ডাউনলোড করা যাবে।    

Figure: RHEL 8 Download Method

Figure: RHEL 8 Download Method

আগের স্ক্রিনসুটের মাধ্যমে Red Hat Enterprise Linux 8 ডাউনলোড করার পদ্ধতি আলোচনা করা হয়েছে। এখন CentOS 8 ডাউনলোড করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। CentOS 8 ডাউনলোড করার জন্য কোনো লগইন আইডি + পাসওয়ার্ড দরকার নাই। সরাসরি CentOS এর ওয়েব সাইটে প্রবেশ করে ডাউনলোড করা যাবে। পরবর্তী স্ক্রিনসুট অনুযায়ী, ব্রাউজারে ‘www.centos.org/download’ টাইপ করে এন্টার দিলে সরাসরি CentOS 8 ডাউনলোড করার অপশন আসবে। স্ক্রিনসুটের (2) নাম্বার অপশন থেকে সর্বশেষ রিলিজ ডাউনোড করা যাবে। পাশাপাশি পুরাতন ভার্সন ডাউনলোড করার সুবিধাও আছে। যেহেতু এখানে ৬৪ বিট অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করা হবে সুতরাং (3) নাম্বার অপশন থেকে x86_64 এডিশন টা ডাউনলোড করতে হবে।  

Figure: CentOS 8 Download Method

x86_64 অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনসুটের (1) নাম্বার অপশনের মত লোকাল মিরর (CentOS ক্যাশ সার্ভার) সাইটের লিস্ট আসবে। বাংলাদেশে CentOS এর ০৩/০৪ টা মিরর (CentOS ক্যাশ সার্ভার) সাইট আছে এবং এখান থেকে সরাসরি লোকাল ব্যান্ডউইথ (ISP/BDIX) ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে ডাউনলোড করা যাবে। উল্লেখ্য যে, আপনি চাইলে Fedora লিনাক্স অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে Fedora অপারেটিং সিস্টেমের ওয়েবসাইট www.getfedora.org থেকে ডাউনলোড করতে পারেন।

Figure: CentOS 8 Download Mirror List

Leave a Reply