10 Shutdown, Restart and Logout Commands of Linux OS

এই পোস্টে আমরা লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের (RHEL/CentOS/Ubuntu/Kali/Debian) Shutdown, Restart, Logout, Sleep, Hibernate সম্পর্কিত কিছু কমান্ডের ব্যবহার সম্পর্কে জানবো। পাশাপাশি সিডিউল বা নির্দিষ্ট সময়ে সিস্টেম Shutdown, Restart দেওয়ার কমান্ড নিয়ে আলোচনা করা হবে। এই কমান্ড সমূহ প্র্যাকটিস করার জন্য RHEL/CentOS অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ডিস্ট্রিবিউশনেও ব্যবহার করা যাবে।

➡01. লিনাক্স সিস্টেম Shutdown করতে নিচের যে কোনও কমান্ড ব্যবহার করা যাবেঃ

[root@server ~]# init 0

[root@server ~]# shutdown -h now

[root@server ~]# telinit 0

[root@server ~]# poweroff

02. লিনাক্স সিস্টেম নির্দিষ্ট কোনও সময়ে (Planned)  Shutdown করতে নিচের কমান্ডঃ

[root@server ~]# shutdown -h 23.45 &

➡03. এখন থেকে নির্দিষ্ট কোনও সময়ে (20 Min) পরে shutdown করতে চাইলে নিচের কমান্ডঃ

[root@server ~]# shutdown -h +20

04. Shutdown বাতিল (Cancel) অথবা আগের কমান্ডটি বাতিল (Cancel) করতে চাইলে নিচের কমান্ডঃ

[root@server ~]# shutdown -c

➡05. লিনাক্স সিস্টেম Reboot করতে নিচের যে কোনও কমান্ড ব্যবহার করা যাবেঃ

[root@server ~]# reboot

[root@server ~]# init 6

[root@server ~]# shutdown -r now

[root@server ~]# telinit 6

➡06. এখন থেকে নির্দিষ্ট কোনও সময়ে Reboot করতে চাইলে নিচের কমান্ডঃ

[root@server ~]# shutdown -r 23.45 &

07. এখন থেকে নির্দিষ্ট কোনও সময়ে (20 Min) পরে Reboot করতে চাইলে নিচের কমান্ডঃ

[root@server ~]# shutdown -r +20

➡08. লিনাক্স সিস্টেম Hibernate করতে নিচের কমান্ড ব্যবহার করা যাবেঃ

[root@server ~]# systemctl hibernate

09. লিনাক্স সিস্টেম Sleep করতে নিচের কমান্ড ব্যবহার করা যাবেঃ

[root@server ~]# systemctl hybride-sleep

10. লিনাক্স সিস্টেম কমান্ড কনসোলে logout করতে নিচের যে কোনও কমান্ড ব্যবহার করা যাবেঃ

[root@server ~]# logout

[root@server ~]# exit

[sp_comments_block]